১০ মাসে রেমিট্যান্স এসেছে ১২শ কোটি ডলার

প্রকাশ : ০৪ মে ২০১৮, ১১:০৫

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশের জিডিপিতে ১২ শতাংশ অবদান রাখা প্রবাসী আয় গত কয়েক মাস ধরেই বেড়েছে। এপ্রিলে ব্যাংকিং চ্যানেলে ১৩২ কোটি ৭১ লাখ ডলারেরও বেশি রেমিট্যান্স এসেছে। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে।

ব্যাংকাররা বলছেন, রেমিট্যান্স বাড়লেও যে হারে বাড়ার কথা সেই হারে বাড়ছে না।  এখনো প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের চেয়ে হুন্ডির মাধ্যমেই বেশি লেনদেন করছেন। এজন্য বাংলাদেশ বেশ কয়েকটি উদ্যৌগ নিলেও তা পুরোপুরি কাজে আসছে না।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এবছরের এপ্রিলে ১৩২ কোটি ৭১ লাখ ডলারেরও বেশি রেমিট্যান্স এসেছে। যা গত বছরের চেয়ে ২৩ কোটি ৪৫ লাখ ডলার বেশি। ওই সময় রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৬ লাখ ডলার। আর গত মার্চে এসেছিল ১৩০ কোটি ৪ লাখ ডলার। আর চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসীরা পাঠিয়েছেন ১ হাজার ২০৮ কোটি ৮১ লাখ ডলার।

তবে অর্থনীতিবিদরা বলছেন, মূলত ডলারের দাম বেড়ে যাওযার কারণে রেমিট্যান্স বাড়ছে। এছাড়া হুন্ডি প্রতিরোধ করাও কিছুটা কাজে এসেছে। তাদের মতে, রেমিট্যান্সের এই ইতিবাচক প্রবাহ ধরে রাখতে শ্রমবাজারে বৈচিত্র্য আনতে হবে। পুরানো বাজারের পাশিপাশি নতুন শ্রম বাজারে দক্ষ কর্মী পাঠাতে হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত