মধ্যম আয়ের দেশ: উত্তরণের সকল সূচক অর্জন
প্রকাশ : ১৬ মার্চ ২০১৮, ১৫:৫৪
বাংলাদেশ প্রথমবারের মতো নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সকল সূচক অর্জন করেছে। গত ১৫ মার্চ (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক কমিটির বৈঠকে এটি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম।
১৬ মার্চ (শুক্রবার) এই কমিটি বাংলাদেশকে জাতিসংঘের স্থায়ী মিশনে এটি নিশ্চিত করে একটি চিঠি হস্তান্তর করবে।
এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, চুড়ান্তভাবে একটি দেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করার জন্য নিয়ম অনুযায়ী তিন বছরে পরপর দুইবার এটি অর্জন করতে হয়। একই সূচকগুলো অর্জনের মধ্য দিয়ে আমাদেরকে এই ধারা অব্যাহত রাখতে হবে এবং ২০২১ সালে আবারও তা নিশ্চিত করতে হবে। তবেই মধ্যম আয়ের দেশ হিসেবে পরিগণিত হবে বাংলাদেশ।
এই অর্জনের সময়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।