নারী উদ্যোক্তাদের নিয়ে উইমেন টেক এক্সপো শুরু
প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ২০:৩২
প্রযুক্তিতে নারী উদ্যোক্তাদের নিয়ে ‘উইমেন টেক এক্সপো-২০১৮’ ৩ মার্চ (শনিবার) ঢাকায় শুরু হয়েছে। বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ আয়োজনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
অনুষ্ঠানে ইয়াফেস ওসমান বলেন, বতর্মান সরকারের দূরদর্শী ও যুগোপযোগী উদ্যোগের ফলে আইসিটিতে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে এবং এর সুফল গ্রামের সাধারণ মানুয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে।
তিনি বলেন, আইসিটিতে নারীদের অংশগ্রহণ ও পদচারণা বেড়েছে। এ উন্নয়নে পুরুষদের সাথে নারীদেরও সমান অবদান রয়েছে।
সফল নারী উদ্যোক্তা এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ও মেকাট্রনিক্স বিভাগের প্রধান অধ্যাপক লাফিফা জামান, ওপেন সোর্স নেটওয়ার্কের মুনির হাসান, আইপে এর চেয়ারম্যান জাকারিয়া স্বপন এবং উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া নীলা।
সূত্র: বাসস