জানুয়ারিতে রেমিটেন্স ১৩৮ কোটি ডলার
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৩
জাগরণীয়া ডেস্ক
জানুয়ারিতে প্রায় ১৩৮ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধের প্রথম মাসেই পাঠানো এ রেমিট্যান্স গত ২০১৬-১৭ অর্থবছরের একই মাসে পাঠানো রেমিট্যান্সের চেয়ে ৩৭ শতাংশ বেশি। গত ডিসেম্বরের চেয়ে জানুয়ারির রেমিট্যান্স বেড়েছে ১৮ দশমিক ৫৫ শতাংশ।
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, এটা অবশ্য দেশের জন্য সুখবর। এ ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই সরকারকে জনশক্তি বাড়াতে আরো উদ্যোগ নিতে হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল প্রায় ৮৬ কোটি ডলার, অক্টোবরে তা বেড়ে দাঁড়ায় ১১৬ কোটি ডলার। নভেম্বর ও ডিসেম্বরে তা ছিল যথাক্রমে ১২১ কোটি ডলার ও ১১৬ কোটি ডলার।