ডিজিটাল সেবায় "ডাক টাকা"র উদ্বোধন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৮
বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং ব্যবস্থা ‘ডাক টাকা’ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে তিনি ডাক টাকার উদ্বোধন করেন।
ডাক টাকার উদ্বোধন শেষে জয় বলেন, দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাদের জীবনমান উন্নয়নে দেশের প্রতিটি ডাক ঘরে ব্যাংকিং সিস্টেম চালু করা হলো। এই ডাক টাকা ব্যাংকিংয়ের মাধ্যমে সহজ, দ্রুত ও বৈধ পথে টাকা সংগ্রহ এবং লেনদেন করতে পারবেন গ্রামের মানুষেরা। আগামী তিন মাসের মধ্যে এ সেবার বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, সচিব শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।