কবিতা

নূর হোসেন

প্রকাশ : ০২ জুন ২০১৬, ১৩:৫৪

বৃত্বা রায় দীপা

কোন কোন মানুষ একাই হয়ে ওঠে
প্রতিরোধের প্রতিশব্দ। 
কেউ কেউ একাই দ্রোহের স্ফুলিঙ্গে অবিরাম 
জ্বালিয়ে রাখে ক্রোধের মশাল।

কেউ কেউ একাই বুকে ধরে রাখে মাতৃভূমি, 
আহা বাংলাদেশ, সরল কাদা আর পলির বদ্বীপ!
গুহামানবের মতো তুমি বেরিয়ে এসেছিলে আলোর মিছিলে
তোমার মেদহীন সুঠাম পেশিতে দোল খায় গণতন্ত্র,
তোমার চোখে মুক্তির স্বপ্ন দেখে শৃঙ্খলিত বিপন্ন স্বদেশ।

ঝাঁঝালো মিছিলে তুমি ছন্দোময় প্রতিবাদের মুদ্রায়,
পায়ে পায়ে কংক্রিটে ফোটাও আগুন।
যেনবা ইতিহাসের পাতা থেকে উঠে আসা প্রমিথিউস তুমি।
মুঠো মুঠো স্বপ্ন ছড়াতে ছড়াতে তুমি এগিয়ে চলো ভবিষ্যতে।

নপুংশক ঘাতকেরা বেছে নেয় তোমাকেই,
তোমাকে বিদীর্ন করে, রক্তের কাফনে ঢেকে ওরা উল্লাস করে।
মুন্ডুহীন ঘাতকেরা জানে হত্যাই শেষকথা, ওরা জানেনা জীবনের জয়গান।

ওরা জানেনা, তুমি সেই আদিম ফিনিক্স,
তাই তোমার ভস্ম থেকে আজো অবিরাম জন্ম নিয়ে চলে
অযুত নূর হোসেন। 
শেকলে আটকা গণতন্ত্রকে মুক্ত করবে বলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত