কবিতা
মৃত্যুতে বেঁচে উঠি আবারো
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৭, ১৯:৩৩
উঠে এসো বিবর্ণ এই জীবন থেকে
চলো মিশে যাই মৃত্যুর কোলাহলে,
চলো ভেসে যাই মুক্তির পরাগ মেখে।
পাথর চাপার ফাটল গলে
যেমন উঠে আসে দুর্বাঘাস;
তেমনি উঠে এসো তুমি ভালোবেসে
কণ্ঠে জড়ানো (আহা) জীবন নামের মরণ ফাঁস।
ফোটে নাই ফুল বন্ধু, ডাকে নাই পাখি বহুকাল
দোলে নাই বসন্ত বাতাসে, টলে নাই তোর দুই পা মাতাল।
অতি কর্ষণে ক্লান্ত যখন তোর মানব জমিন
জীবন বড় পানসে ঠেকে প্রিয়তম, মৃত্যুকে রঙিন।
কাফনের রঙেই মিশে থাকে
সকল বেনীআসহকলা;
মুক্তির তিলক আঁকে
মুক্ত হয়ে নাচে রঙিলা।
আমার মৃত্যু তোমার মুক্তির পথ জেনো;
মুক্তির পথ আমারো
এসো যুগপৎ ভেসে যাই, মরে যাই
মৃত্যুতে বেঁচে উঠি আবারো।