সাম্প্রদায়িক আগ্রাসনের প্রতিবাদে ১৩ এপ্রিল দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৭, ১৬:০৮
দেশব্যাপী সাম্প্রদায়িক আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল ১৩ এপ্রিল দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ আহবান করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
উদীচী কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপনের বিরুদ্ধে সাম্প্রদায়িক মৌলবাদী আক্রমণ, অপপ্রচার ও হুমকির প্রতিবাদে এবং সুপ্রিমকোর্টের সামনে থেকে ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্য অপসারণের জন্য মৌলবাদী দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর আত্মসমর্পনের প্রতিবাদে ১৩ এপ্রিলে সারা দেশে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে উদীচী।
কেন্দ্রীয়ভাবে আগামীকাল বিকেল ৫টায় শাহবাগ প্রজন্ম চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে উদীচীর কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।
সমাবেশে যোগ দেয়ার জন্য দেশব্যাপী উদীচীর সকল নেতাকর্মীসহ সকল অসাম্প্রদায়িক ব্যাক্তি ও সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়েছে।