যশোর হত্যাকাণ্ডের ১৮তম বার্ষিকীতে উদীচীর প্রতিবাদ
প্রকাশ : ০৬ মার্চ ২০১৭, ১৯:৫৪
ভয়াবহ যশোর হত্যাকাণ্ড দিবস-এর ১৮তম বার্ষিকীতে দেশব্যাপী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
৬ মার্চ বিকাল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অস্থায়ী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোক প্রজ্বলন কর্মসূচি আয়োজন করে উদীচী।
কর্মসূচিতে নিহতদের স্মরণ এবং হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক ড.সফিউদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সৈয়দ হাসান ইমাম, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম, সাবেক সহ-সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন প্রমুখ।
এছাড়া, অস্থায়ী বেদীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।