ভ্যালেন্টাইন ডে'র ছড়া

চল্লিশের প্রেম

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৭

চল্লিশে দাঁড়িয়ে
প্রেম গেছে হারিয়ে, 
তেল-নুন, বাড়ী ভাড়া
ব্যাংক-লোন-কিস্তি
মগজেতে রাজ করে
প্রেম নয়, খিস্তি।

চল্লিশে মরা ডোবে
চল্লিশে হাসফাঁস
চল্লিশে তুমি আমি
খুঁজে ফিরি অবকাশ।

প্রেম আছে, আমি নেই
হিসেবের খাতাতে
বেহিসেবি প্রেম ছোটে
কার মন মাতাতে!

উনিশের আহ্লাদ
চল্লিশে জমে না -
কর্পোরেট খেলারাম
তবু বলে খেলে যা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত