কবিতা
তনুকে নিয়ে লেখা
প্রকাশ : ২৫ মে ২০১৬, ১৭:০৩
মাহমুদা পারভীন
জেগে ওঠো
ভেবোনা পুরুষ তোমরা
আমরা নারী অবলা
এই ভেবে করোনা
যখন তখন নির্যাতন।
ভেবেছো কি তোমরা
নারী হয়ে জন্ম নেয়াই কি অপরাধ?
নিপীড়ন, নির্যাতন শুধু কি
নারীর জন্যে?
সময়, সব সময় এক যাবেনা
সকল অপমান, অবহেলার
বদলা নিতে
নারী একদিন অতিক্রম করবে সব বাধা
জেগে উঠবে আপন শক্তি নিয়ে
সেদিন আর বেশী দূরে নয়।
ধিক্ সেই সব ধর্ষক পুরুষ নামক কীটদের
যারা মানুষের বেশে ঘুরে বেড়ায়
এই সমাজে।
জেগে ওঠো নারী, জেগে ওঠো মানবতা
আপন মহিমায উজ্জীবিত হয়ে
ঠেকাও সমাজের এসব কীটদের
ছুঁড়ে ফেলো তাদের আস্তাকুঁড়ে।
লেখক: সংস্কৃতি কর্মী