শুরু হচ্ছে ‘একুশে নাট্যোৎসব ২০১৯’
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৯, ১৪:০৮
জাগরণীয়া ডেস্ক
‘বিশ্বের সব মাতৃভাষা রক্ষা করবে বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে ‘একুশে নাট্যোৎসব’ এর আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।
৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এম. পি.। উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ৮ দিনব্যাপী এই উৎসব।