মহান বিজয় দিবস উপলক্ষে ‘হাজারো কণ্ঠে দেশগান’
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৮, ২০:২৫
মহান বিজয় দিবস উপলক্ষে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের উদ্যোগ নিয়েছে প্রখ্যাত সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ছায়ানট।
আগামী ১৬ ডিসেম্বর (রবিবার) বিকেল পৌনে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছায়ানটের সব শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নিবেন ‘হাজারো কণ্ঠে দেশগান’ শীর্ষক আয়োজনে। সাথে থাকছেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়া উপস্থিত দশর্ক-শ্রোতাও জাতীয় সংগীতে গলা মেলাবেন।
এ প্রসঙ্গে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা জানান, ১৯৭১ সালে যে মুহুর্তে ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল, ঠিক সেই মুহুর্তে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের এ উদ্যোগ নেয়া হয়েছে। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়া সম্মিলিত কন্ঠে পরিবেশিত হবে রবীন্দ্রসংগীত ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’ ও ‘ব্যর্থ প্রাণের আবর্জনা’, নজরুলসংগীত ‘চল চল চল’ ও ‘সংঘস্মরণ তীর্থ যাত্রা পথে’, সুকান্তের ‘হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ’, সারি গান ‘হেইয়োরে হেইয়ো’, মীরা দেব বর্মণের ‘আমি টাকডুম টাকডুম বাজাই’, আবদুল লতিফের ‘লাখো শহীদের রক্ত’।
হাজারো কণ্ঠে দেশগান’ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভি।