১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফোকফেস্ট
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৮, ২২:১৮
জাগরণীয়া ডেস্ক
রাজধানীর আর্মি স্টেডিয়ামে চতুর্থবারের মতো বসতে যাচ্ছে লোকসংগীতের আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো লিখিত এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ফোকফেস্ট চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। আগামী ৩০অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসব সম্পর্কে বিস্তারিত সকল তথ্য তুলে ধরবেন কর্তৃপক্ষ।
এবারও দর্শকরা বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। ২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে।
0Shares