নতুনের আবাহনে মঙ্গল শোভাযাত্রা
প্রকাশ : ১৪ এপ্রিল ২০১৮, ১২:৩৭
জাগরণীয়া ডেস্ক
পুরাতন ঝরা-জীর্ণ ভুলে সুন্দরের অবগাহনে শেষ হয়েছে মঙ্গল শোভাযাত্রা। বাংলা নববর্ষের প্রথমদিন পহেলা বৈশাখ ১৪ এপ্রিল (শনিবার) সকাল সোয়া ৯টার দিকে ঢাবি চারুকলা অনুষদ থেকে এ শোভাযাত্রা বের হয়।
এবারের শোভাযাত্রার প্রথমে রয়েছে উজ্জীবিত সূর্য; এরপর বক, মাছ, শান্তির প্রতীক পায়রা, হাতি, সাইকেল, গরু এবং পুতুল।
শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। এর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষও ছিলো। এছাড়া বাংলাদেশে অবস্থানরত বিদেশিরাও এ শোভাযাত্রায় উপস্থিত ছিলো।