১০ এপ্রিল শিল্পকলায় প্রদর্শিত হবে ‘কথা ৭১’

প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৮, ২১:৫১

জাগরণীয়া ডেস্ক

আগামি ১০ এপ্রিল (মঙ্গলবার) ‘ঢাকা পদাতিক’ এর নিয়মিত প্রযোজনা ‘কথা ৭১’ এর ৪৭ তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে।

একজন মুক্তিযোদ্ধা যিনি বর্তমান সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সোচ্চার। কোন রাজনৈতিক দলের হয়ে নয়, নিজের ব্যক্তিগত উদ্যোগে যিনি কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে নিজের ছেলের সঙ্গে তর্ক লাগে দেশের মুক্তিযুদ্ধ, সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে। বাবা ও তার ছেলের কথোপকথনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন নাটকটির নির্দেশক।

নাটকটির নির্দেশক দেবাশীষ ঘোষ, রচনা করেছেন কুমার প্রীতীষ বল। মূল ভাবনায় ছিলেন গোলাম মোস্তফা।

মূলত দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার একটি প্রয়াস-‘কথা ৭১’ জানালেন নাটকটির কলা-কুশলীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত