শুরু হয়েছে উদীচীর ‘সত্যেন সেন গণসংগীত উৎসব’

প্রকাশ : ২৯ মার্চ ২০১৮, ০১:৪২

জাগরণীয়া ডেস্ক

‘ঐক্যের সুরে বাঁধবো সাম্যের গান’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে শুরু হয়েছে নবম ‘সত্যেন সেন গণসংগীত উৎসব’। ২৮ মার্চ (বুধবার) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই উৎসব শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই উৎসব চলবে আগামি ৩০ মার্চ পর্যন্ত। 

এই উৎসবের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য ও সংগঠনের সাবেক সভাপতি শিল্পী গোলাম মোহাম্মদ ইদু।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গবেষক অধ্যাপক শফিউদ্দিন আহমেদ। 

এ প্রসঙ্গে অধ্যাপক শফিউদ্দিন আহমেদ জানান, উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এই আয়োজন করে আসছে। ইতিমধ্যে গণসংগীত প্রতিযোগিতা বিভিন্ন বিভাগীয় পর্যায়ে শেষ হয়েছে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন। উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অধ্যাপক শফি জানান, বিভাগীয় পর্যায়ে সাড়ে তিনশত গণসংগীত শিল্পী অংশ নেন। এবার এই প্রতিযোগিতায় বিপুল সাড়া পাওয়া গেছে। অসংখ্য মেধাবী শিল্পী রয়েছে এই প্রজন্মে। গণসংগীতে তাদের সহায়তার জন্যই উদীচী নবম বারের মতো এই উৎসব আয়োজন করছে।

উৎসবের মূল কর্মসূচি হচ্ছে ‘জাতীয় গণ সংগীত প্রতিযোগিতা’। এছাড়াও প্রতিদিন রয়েছে আলোচনা সভা, সেমিনার, বিভিন্ন শাখা সংগঠনের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত