সাদিয়া নাসরিন এর নারীবাদী কবিতা (২)

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৭, ২৩:২১

আমরা ফিরে ফিরে আসবো

ইতিহাসের তলানীতে ফেলে রাখতেই পারো তুমি আমাকে 
তিক্ত, মধুর, বিষাক্ত মিথ্যেগুলো মিহি ধুলোর মতো লাগিয়ে 
প্রশ্নবিদ্ধ করতে পারো; হাটে তুলে বেচতে পারো, রাজপথে 
কোপাতেও পারো; 
অযোধ্যার মাঠে আগুন জ্বেলে শুদ্ধিপরীক্ষা নিতে পারো 
শব্দ দিয়ে গুলি করতে পারো; ক্ষত বিক্ষত করতে পারো চোখ দিয়ে; 
উড়িয়ে দিতে পারো ঘৃণায়, চাইলে 
খুনও করতে পারো ঈর্ষার চাকু দিয়ে;  
সে তো তুমি পারোই আরো কত কি করতে! 

তবে মনে রেখো, 
জীবনের কোন লেনদেন তো মেটে না বিনা হিসেবে। 
তোমারও বাকী আছে হাজার বছরের দেনা 
এই খেরোখাতার পাতায় পাতায়; 
আমার পূর্বনারীর বলিদান আর ঋণের বোঝা জমে পাহাড় হয়েছে
সে হিসেব চুকাতে হবে বৈকি! 
বিনামজুরীর দাসজীবনের কান্না, যৌনদাসত্বের শেকলে বেঁধে 
রাখা লক্ষ জীবনের দাম আর খোলা বাজারে নিলামে তোলা 
দায়গ্রস্থ বেশ্যার শরীরের দেনা মিটিয়ে নিতে, 
হালখাতা খুলে জেগে আছি আমি
জেগে আছি আমরা।

জীবন্ত কবরে যাওয়া আমার গত জন্মের চিৎকারে চূর্ণ-বিচূর্ণ হবে 
তোমার নিশ্চিন্ত সঙ্গমের তৃপ্ত ঘুম; 
তোমার পূর্বপুরুষের চিতায় পুড়ে জীবন্ত কয়লা হয়ে 
জন্ম জন্মান্তরে আমি ফিরে ফিরে আসবো;   
অনাদায়ী হিসেব চুকিয়ে নিতে।  
এক থেকে একশ হয়ে, 
হাজার থেকে লক্ষ হয়ে আমি ফিরে আসবো
আমরা ফিরে ফিরে আসবো। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত