চাঁপাইনবাবগঞ্জে উদীচী’র নিজস্ব কার্যালয় উদ্বোধন

প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৭, ১৩:৪৯

জাগরণীয়া ডেস্ক

প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের নিজস্ব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

২৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে শহরের শিল্পকলা মার্কেটের চতূর্থতলায় নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদীচী নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় জেলা উদীচী সভাপতি কামরুজ্জামান রানুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল মোমেনীন, সহসভাপতি নইমুল বারী, সদস্য তৌহিদা খাতুন, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সিপিবি জেলা কমিটি সাবেক সভাপতি আ্যাড. সাইদুল ইসলাম, জেলা গণজাগরণ মঞ্চের মুখপাত্র রফিক হাসান প্রমুখ।

বক্তরা সামাজিক অবক্ষয় রোধে সাংস্কৃতিক সংগঠনের গুরুত্ব আলোচনা করেন। এক্ষেত্রে অর্ধশতাব্দী প্রাচীন সাংস্কৃতিক সংগঠন উদীচীর স্বাধীনতা সংগ্রামে অবদানের ইতিহাস স্মরণ করেন তারা।

উদীচীর বিরুদ্ধে বারবার হামলার কথা তুলে ধরে বক্তরা বলেন, প্রগতিশীল সাংস্কৃতিক চর্চায় উদীচী এখনও সোচ্চার রয়েছে। পরে প্রধান অতিথি ফলক উন্মোচনের মাধ্যমে কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে উদীচীর নিজস্ব শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত