কবিতা

খাঁচার ঘর

প্রকাশ : ০২ অক্টোবর ২০১৭, ২২:০০

ঘরের প্রেমে পাগল হইয়া 
গড়লি ইটের দেওয়াল
সেই ঘরে তোর জীবন মরে
করলি না তার খেয়াল।

যতন কইরা পঙ্খী পুইষা
দিলি না দানা পানি
পিঞ্জর দিলি, শেকল দিলি
শুধু দিলি না ঘরখানি।

ঘরটা তোর বানাইতি যদি
আকাশের রং দিয়া
পাখিটারে উড়তে দিতি
কইতো তোরে গিয়া,
মেঘের বুকে বৃষ্টি কেমন
থরথরাইয়া কাঁপে
নদীর পানি শুকায় কেমন 
আগুন ভরা তাপে।

জানলি না তার কোন খবর
একলা রইলো ঘর
বশীকরণের অন্ধ রোষে
আপন করলি পর।

বিরান হইলো ঘরখানা তোর 
ইটের দেওয়াল তুইলা
সোনার শেকল খুঁজতে গিয়া
ঘরটাই গেলি ভুইলা।

পাখির পরান বাঁনতে গিয়া
বাঁনলি নিজের পা 
মনের ভিতর পিঞ্জর তোর
মুক্তি মেলে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত