কবিতা

আমি দিতে পারি

প্রকাশ : ১১ আগস্ট ২০১৭, ২০:৩৯

[চৌদ্দ বছর বয়সে আজকের দিনটিতে নিজেকে উদ্দেশ্য করে এই লাইনগুলো লিখেছিলাম। তারপর তেত্রিশটি বছর কেটে গেছে, আজো সেই আগামী প্রভাত আসেনি। নিজেকে দেয়া কথা রাখতে পারিনি। কেউ কথা রাখে না।]

আকাশের কাছে আমি উদারতাটুকু চেয়েছি
বুকভরা চাঁদ তারার ঐশ্বর্য চাইনি। 
বাতাসের কাছে মহাপ্রলয়ের শক্তি নয়
শুধু উন্মুক্ততাটুকু চেয়েছি, তাও পাইনি।

বৃষ্টির কাছে রিমঝিম সুরটুকু ছিল চাওয়া, 
মাঠঘাট ডোবা সীমাহীন জল নয়
বনানীর কাছে সজীবতা ছিল পাওয়া, 
চাইনি তো তার সম্পদ যত বিশাল অরণ্যময়।

সবশেষে গেছি কুসুমের কাছে, পেতে শুধু তার সুমিষ্ট সুঘ্রাণ,
চাইনি তো তার দেহভরা রূপের গৌরব
বলেছে কুসুম হেসে 'সুরভিটুকুই আমাদের প্রাণ
চাও যদি শুধু নিতে পার রূপ তবু পাবে না সৌরভ।'

সারাদিন শেষে শ্রান্ত বিকেলে ক্লান্ত হয়ে ফিরেছি আপন ঘরে, 
ভেবেছি কেন ছুটোছুটি মিছে?
আমি তো মানুষ, সবই আছে মোর
শুধু অবহেলা ভরে পড়ে আছি সকলের পিছে।

প্রতিভায় আমি উদ্ভাসিত উজ্জ্বল সকলের চেয়ে বেশি প্রাণের ভেতরে
আমিই সবারে দিতে পারি শুধু উন্মুক্ত দুহাতে। 
নিজের ভেতরে লুকিয়ে যা আছে তারে আজ জাগরিত করে 
করতে প্রকাশ হবেই আমাকে আগামী প্রভাতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত