কবিতা

মাথাটা বেচবো না বলে

প্রকাশ : ১১ জুলাই ২০১৭, ২০:২২

মাথাটা বেচবো না বলে
মাচা বেয়ে উঠিনি ছাদে
উপেক্ষা করেছি সূর্যের ডাক।

শুধু মাথাটা বেচবো না বলে
অকম্মা ঘাসফুল হয়েছি
হয়েছি নদীর বাঁক।

মাথাটা বেচবো না বলে
ক্ষুধা পেটে হেঁটেছি শতেক পথ
তৃষ্ণায় পান করেছি নোনা চোখের জল;

শুধু মাথাটা বেচবো না বলে
বুকের রক্ত ঝরতে দিয়েছি, 
বলেছি, ও মনরে, একলা চল।

শুধু মাথাটা বেচবো না বলে..
মাথাটা বেচবো না বলে...
শুধু মাথাটা বলে...

ওসব বেচাকেনা আমার পোষায় নারে ভাই
তুমি লাভের সওদা করো, আমি আমার মাদল বাজাই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত