পঞ্চনারীর এভারেস্ট জয়ের স্বপ্নযাত্রা
প্রকাশ : ১৭ মে ২০১৬, ১৫:৪৩
নিশাত মজুমদার আর ওয়াসিফা নাজরিনদের মতো মাউন্ট এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে এবার ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেইনিয়ারিং (এনআইএম) কঠিন প্রশিক্ষণে যাচ্ছেন বাংলাদেশের ৫ নারী। ২৭ জুন থেকে শুরু হওয়া মোট ২৮ দিনের এ প্রশিক্ষণ ক্যাম্পটি ভারতের উত্তরকাশীতে হবে। সে দেশের সেনাবাহিনী পুরো প্রশিক্ষণটি করাবে। ‘বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স’ নামে এ প্রশিক্ষণটি শুধুই মেয়েদের জন্য।
দলের ৫ সদস্য হলেন, শায়লা পারভিন বীথি, রেশমা নাহার রত্না, ফৌজিয়া আহমেদ রিনি, ইফফাত জাহান তান্নি, এবং বিবি খাদিজা।
দলের অন্যতম ফৌজিয়া আহমেদ রিনি বলেন, ‘এর আগে এ ধরনের কোনো প্রশিক্ষণ নেওয়া হয়নি। তবে এই প্রশিক্ষণটি শেষ করতে পারলে আমরা ১৭ হাজার ফুট ওপরে বেসক্যাম্পে যেতে পারব। পাস করতে পারলে সনদপত্রও পাওয়া যাবে।’
রিনি নেপালে হিমালয় রেঞ্জের কিয়াজো-রি বেসক্যাম্প এর ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫,৫০০ ফুট ওপরে আরোহণ করেছিলেন। এ ধরনের কোনো প্রশিক্ষণ না থাকার কারণে আর ওপরে ওঠা হয়নি বলে জানান তিনি।
এছাড়া দলের সর্বকনিষ্ঠ সদস্য স্নাতক ২য় বর্ষের ছাত্রী শায়লা পারভিন বীথি বলেন, ভবিষ্যতে যদি কখনো সামিট করার জন্য কিংবা ট্রেকিংয়ের জন্য প্রয়োজন হয়, সেই আশা থেকেই তিনি ভারতে অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণ ক্যাম্পে যাচ্ছেন। কিয়াজো-রি বেসক্যাম্প পর্যন্ত তিনিও গিয়েছিলেন বলে জানান। জয় বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব তাঁকে এমন একটা চ্যালেঞ্জকে গ্রহণ করার ব্যাপারে সাহস জুগিয়েছে বলে জানান এ তরুণ নারী।
জানা যায়, প্রশিক্ষণের জন্য নিজেদের ‘ফিট’ রাখতে প্রায় ২ মাস ধরে কাজ করে যাচ্ছে দলটি।
প্রতিটি ক্ষেত্রে যখন নারীদের জয়ধ্বনি শোনা যাচ্ছে, তখন এই ৫ নারীর এমন উদ্যোগ বাংলাদেশের সম্ভাবনাময় কোটি নারীকে নতুন কিছু করতে কিংবা ভাবতে শেখাবে তা বলার অপেক্ষা রাখে না। নতুন সূর্য নতুন কিছুরই জানান দেয়, সেই সময়টাও খুব দূরে নয়।