তৃতীয় লিঙ্গের সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ট্রান্সকুইন’
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ১৪:৩৪
১০০ জন ট্রান্সজেন্ডারের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত হলো ‘মিস ট্রান্সকুইন ২০১৮’।
‘মিস ট্রান্সকুইন’ নামে এ প্রতিযোগিতার শিরোপার লড়াইয়ে চূড়ান্ত পর্বে দিল্লি, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, কলকাতা, কর্ণাটকসহ নানা প্রদেশ থেকে আসা আঞ্চলিক বিজয়ীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। চূড়ান্ত পর্বে আসা প্রতিযোগীদের দৈহিক সৌন্দর্যের পাশাপাশি দিতে হয়েছে যোগ্যতার পরীক্ষা। ক্রীড়া ও সংস্কৃতিভিত্তিক বাছাই এবং প্রশ্নোত্তর রাউন্ডও ছিল। ২০১৮ সালের ‘মিস ট্রান্সকুইন ভারত’ শিরোপা জিতেছেন বীণা সেন্দ্রে (মাঝে)। প্রথম রানার আপ হয়েছেন সানিয়া সুদ (বাঁ দিকে) ও দ্বিতীয় রানার আপ নিমিতা আম্মু (ডানে)।
এ প্রতিযোগিতার মূল উদ্ভাবক ও সার্বিক পৃষ্ঠপোষক বলিউড অভিনেত্রী রিনা রাই বলেন, এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা আসলে একটি বহুমুখী সমাজ গঠনে আমাদের অবদান। আমি এখন তৃতীয় লিঙ্গের মানুষদের ক্ষমতায়ন, দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই।
‘মিস ট্রান্সকুইন ভারত’ শিরোপাজয়ী বীণা সেন্দ্রে থাইল্যান্ডে ‘মিস ইন্টারন্যাশনাল কুইন’ প্রতিযোগীতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন।