বইমেলার প্রথম দিনেই শেখ হাসিনার নতুন বই

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৭, ১৭:২৮

জাগরণীয়া ডেস্ক

এই বছর অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিনই প্রকাশিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার লেখা নতুন বই।

‘নির্বাচিত প্রবন্ধ’ নামে বইটি প্রকাশ করছে আগামী প্রকাশনী।

আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গনি এই প্রসঙ্গে বলেন, গত তিন দশকে বাংলাদেশের সমকালীন রাজনীতি নিয়ে শেখ হাসিনার লেখা প্রবন্ধ থেকে ১৩টি নিয়ে এই বইটি প্রকাশ হচ্ছে। শেখ হাসিনার নির্বাচিত প্রবন্ধ গ্রন্থটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের চিন্তা-চেতনা, মন-মানসিকতা ও দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে”।

ওসমান গনি আরো জানান, এবারের বইমেলার প্রথম দিন শেখ হাসিনার লেখা স্মৃতিকথামূলক সংক্ষিপ্ত আত্মজীবনী ‘শেখ মুজিব আমার পিতা’ বইয়ের পঞ্চম মুদ্রণ প্রকাশিত হবে।

এর আগে শেখ হাসিনার লেখা ‘ওরা টোকাই কেন’, ‘স্বৈরতন্ত্রের জন্ম’, ‘দারিদ্র্য দূরীকরণ: কিছু চিন্তা ভাবনা’, ‘লিভিং ইন টিয়ার্স’সহ ১৩টি বই প্রকাশ করেছে আগামী প্রকাশনী।

৩৫০ টাকা মূল্যের এবারের বইটির ভূমিকা লিখেছেন এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম। প্রচ্ছদ করেছেন আনওয়ার ফারুক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত