'হাতির ছানা বুকুসের জন্মদিনের পার্টি'
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১১
অমর একুশে বইমেলায় ২০১৯-এ শিশুদের জন্য প্রকাশিত হয়েছে শারমিন শামসের বই 'হাতির ছানা বুকুসের জন্মদিনের পার্টি'। রঙবেরঙের ছবিতে ভরা বইটি প্রকাশ করেছে শৈশব প্রকাশ, শিশুচত্বরে স্টল নম্বর ৭১৫। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন চিত্রশিল্পী রজত।
শিশুদের জন্য এবারই প্রথম বই লিখেছেন শারমিন শামস্। বুকুস নামের হাতির ছানার পাঁচ বছরের জন্মদিনের গল্প এটি। কীভাবে সে তার বন্ধুদের সাথে মজাদার একটি দিন উদযাপন করে, তারই গল্প উঠে এসেছে বইটিতে।
উল্লেখ্য, পেশায় সাংবাদিক শারমিন শামস্ লেখালেখির পাশাপাশি প্রামাণ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। নারীবাদ তার লেখালেখি ও চলচ্চিত্রের মূল প্রতিপাদ্য। তার প্রথম বই ‘অল দ্য বেস্ট টু পুরুষতন্ত্র’ প্রকাশিত হয়েছে ২০১৭ সালের অমর একুশে বইমেলায়। অমর একুশে গ্রন্থমেলা ২০১৮তে প্রকাশিত হয় লেখকের গল্পগ্রন্থ – ভালোবাসা আর ভালো না বাসার গল্প এবং উপন্যাস-কয়েকজন বোকা মানুষ ও কাঠগোলাপের পৃথিবী। বইগুলো পাওয়া যাবে যথারীতি শ্রাবণ প্রকাশনী, অনিন্দ্য প্রকাশনী ও অবসর প্রকাশনীতে।