'উড়াল'

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৯, ১৭:৩৬

জাগরণীয়া ডেস্ক

অমর একুশে বইমেলা ২০১৯-এ প্রকাশিত হতে যাচ্ছে বিশিষ্ট নারীবাদী লেখক ও অনুবাদক জেসমিন চৌধুরীর উপন্যাস 'উড়াল'। বইটি প্রকাশ করছে শব্দশৈলী প্রকাশনা। বইটির প্রচ্ছদ করেছেন সোহেল আনাম। বইমেলার প্রথম দিন থেকেই শব্দশৈলীর স্টলে (স্টল নং ৪০১-৪০৪) বইটি পাওয়া যাবে। 

বইটি সম্পর্কে লেখক জেসমিন চৌধুরী বলেন, "এটি আমার প্রথম উপন্যাস ‘একজন মায়া অজস্র মধুচন্দ্রিমা’ এর সিক্যুয়েল। বিলেতের বাঙালি সমাজে নারীর উপর পারিবারিক নির্যাতনের পটভূমিকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে। আমাদের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মায়ার জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করেছি"।

উল্লেখ্য, ইতোপূর্বে অমর একুশে বইমেলা ২০১৭ তে শব্দশৈলী প্রকাশনা থেকে জেসমিন চৌধুরীর প্রথম বই নিষিদ্ধ দিনলিপি প্রকাশিত হয়। অমর একুশে বইমেলা ২০১৮তে প্রকাশিত হয় জেসমিন চৌধুরীর প্রথম উপন্যাস 'একজন মায়া অজস্র মধুচন্দ্রিমা'। দু'টি বইই অসংখ্য পাঠক ও সমালোচকের কাছে প্রশংসিত হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত