'এক্স ক্রোমোজোম'
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৪
অমর একুশে বইমেলা ২০১৮ তে প্রকাশিত হয়েছে নারীবাদী লেখক বীথি সপ্তর্ষির নারী অধিকার ও নারীবাদ সম্পর্কিত প্রথম বই 'এক্স ক্রোমোজোম'। বইটি প্রকাশ করছে শব্দশৈলী প্রকাশনী। পহেলা ফাল্গুন থেকে শব্দশৈলীর ১৪৫-১৪৮ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
বইটি সম্পর্কে বীথি সপ্তর্ষি বলেন, যারা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা সকলেই নারী, নারীর ক্ষমতায়নের এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কী হতে পারে; যারা বলেন নারী-পুরুষ বৈষম্য নেই, এই বই তাদের জন্য। সমাজের ঠিক কোন কোন বস্তু-অবস্তুগত কাঠামোয় লিঙ্গ বৈষম্য টিকে আছে তা চোখে আঙ্গুল দিয়ে দেখাবে এক্স ক্রোমোজোম। স্বল্প পরিসরে সংক্ষেপে নারীর অধিকার লঙ্ঘন ও নারীবাদ কিভাবে নারী অধিকার আদায়ের আন্দোলনকে ত্বরাণ্বিত করছে তা বর্ণিত হয়েছে এই বইয়ে।
উল্লেখ্য, সাংবাদিকতার শিক্ষার্থী বীথি সপ্তর্ষি বর্তমানে পেশায় একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদক। দীর্ঘদিন ধরেই তিনি নারী অধিকার ও নারীবাদ নিয়ে লেখালেখি করছেন। নারী অধিকার আদায়ের বিভিন্ন সংগঠনেও কাজ করেছেন তিনি।