'বাহাস'
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০১:২৯
অমর একুশে বইমেলা ২০১৮তে প্রকাশিত হতে যাচ্ছে নারীবাদী লেখক সাদিয়া নাসরিন এর দুটি বই। এর মধ্যে একটি কবিতার বই 'বাহাস'। বইটি প্রকাশ করছে যুক্ত প্রকাশন।
বইটি সম্পর্কে সাদিয়া নাসরিন বলেন, কবিতার আদলে একটা সম্পর্কের মনস্তত্ত্বের গল্প 'বাহাস'। যে সম্পর্কের কোন নাম নেই। সে সম্পর্ক কোন আকার পায় না শেষ অব্ধি। কেবল দ্বিধা, সংকট, পাপ পূণ্যের দোটানা, বিশ্বাস অবিশ্বাসের ক্ষরণ, ভালোবাসা আর ঘৃণার মনস্তাপ পুরো গল্প জুড়ে। বাহাস প্রেমের শুণ্যতার গল্প, অপ্রেমের পূর্ণতার গল্প। কাছে আসার গল্প, দূরে যাওয়ার গল্প। পাওয়ার গল্প, না পাওয়ার গল্প। বাহাস শেষ অবধি এক বিশাল প্রশ্নবোধক চিহ্নের গল্প।
উল্লেখ্য, সাদিয়া নাসরিন মূলতঃ সমাজের লিঙ্গ বৈষম্য ও অন্যান্য বৈষম্যের বিরুদ্ধে লেখালেখি করেন। এবারের বইমেলায় সাদিয়া নাসরিনের নারীবাদ বিষয়ক একটি প্রবন্ধ সংকলন প্রকাশিত হচ্ছে যার নাম নারীবাদ: নির্মাণে নির্বাণে।