'সেদিনে-সেরাতে'

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ০১:১৭

জাগরণীয়া ডেস্ক

অমর একুশে বইমেলা ২০১৮তে প্রকাশিত হতে যাচ্ছে তরুণ কবি ও লেখক তাহমিনা শাম্মীর ছোটগল্প গ্রন্থ 'সেদিনে-সেরাতে'। বইটি প্রকাশ করছে ভিন্নচোখ প্রকাশনী (ষ্টল নং ৫৮৪)। 

বইটি সম্পর্কে লেখক তাহমিনা শাম্মী বলেন, চেতনে বা অবচেতনভাবে আমার কোন গল্প বা কবিতায় কখনোই কোনো দুর্বল নারী চরিত্র উঠে আসেনা। ব্যক্তিগত জীবনে হার-জিত, টানা-পোড়ন যাই থাকুক না কেনো সবকিছুকে ছাড়িয়ে সামাজিক জীবনের প্রতিটা বাঁকে সে জিতবেই আর এর জন্য তাকে কারো সামনে মাথা নত করতে হয়না। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে গিয়ে মানবীয়তায়, সমতায়, ভালোবাসায় ও প্রগতিতে বিশ্বাস করি। আমার লেখাগুলোতেও তাই এ বিষয়গুলো উঠে আসে। লেখার উদ্দ্যেশ্য যাই হোক না কেনো প্রকাশের উদ্দেশ্য পাঠকের চিন্তা পর্যন্ত পৌঁছানো, তাই আমার লেখার প্রকৃত মূল্যায়নও তাদের উপর।

উল্লেখ্য, ২০১৭ সালের বইমেলাতে তাহমিনা শাম্মীর প্রহম কাব্যগ্রন্থ 'এলেকট্রোনা' প্রকাশিত হয়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত