নাসিক নির্বাচন

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জয়ী যারা

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৬, ০২:৪৫

জাগরণীয়া ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আওয়ামী লীগের ১ জন এবং বিএনপি সমর্থিত ৩ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া ৪টি ওয়ার্ডে স্বতন্ত্র ও একটিতে জাতীয় পাটির প্রার্থী বিজয়ী হয়েছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দ্বিতীয় দফা নির্বাচনে ভোটগ্রহণ হয় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে অংশ নেন ৩৮ জন নারী।

বিজয়ীরা হলেন সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে (১, ২, ৩) মাকসুদা মোজাফফর (গ্লাস) বিএনপি, ২ নম্বর ওয়ার্ডে (৪, ৫, ৬) মনোয়ারা বেগম (মোবাইল) আওয়ামী লীগ, ৩ নম্বর ওয়ার্ডে (৭, ৮, ৯) রেহানা পারভীন (আনারস) স্বতন্ত্র, ৪ নম্বর ওয়ার্ডে (১০, ১১, ১২) মনোয়ারা বেগম (মোবাইল) স্বতন্ত্র, ৫ নম্বর ওয়ার্ডে (১৩, ১৪, ১৫) শারমিন হাবিব বিন্নি (বই) জাতীয় পার্টি, ৬ নম্বর ওয়ার্ডে (১৬, ১৭, ১৮) আফসানা আফরোজ (বই) বিএনপি, ৭ নম্বর ওয়ার্ডে (১৯, ২০, ২১) শিউলী নওশাদ (বই) স্বতন্ত্র, ৮ নম্বর ওয়ার্ডে (২২, ২৩, ২৪) শাওন অংকন (বই) বিএনপি এবং ৯ নম্বর ওয়ার্ডে (২৫, ২৬, ২৭) হোসনে আরা (চশমা) স্বতন্ত্র।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত