ভিডিও কনফারেন্সে
বান্দরবানবাসীর সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় ১৯ নভেম্বর
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৬, ১৬:২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ত্রাস, জঙ্গীবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বান্দরবানবাসীর সঙ্গে মত বিনিময় করবেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, আগামী ১৯ নভেম্বর (শনিবার) ওই মতবিনিময় অনুষ্ঠিত হবে।
এবিষয়ে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, আগামী ১৯ নভেম্বর সকাল ১১টায় জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে ভিডিও কনফারেন্সে তিনি বান্দরবান জেলার রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও জনসাধারণের মতবিনিময় করবেন।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৫ সালের ১৭ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে বান্দরবানের সঙ্গে যুক্ত হয়ে বান্দরবানের থানছি-আলীকদম সড়ক উদ্বোধন করেন এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।