ময়মনসিংহে উপ-নির্বাচনের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৬, ১২:৩৪
ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া ও গফরগাঁও উপজেলার স্থগিত ৭ কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। এছাড়া ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর পর থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।
জানা যায়, সকাল ৮টা থেকে ত্রিশালের ৫নং বালিপাড়া ইউনিয়নের বিয়ারা পাটুলি রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়, বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪নং কানিহারি ইউনিয়নের থাপন হালা কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়।
ফুলবাড়িয়া উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও ১৩ নং ভবানীপুর ইউনিয়নের ১নং ওয়াডের্র স্থগিত ভোট কেন্দ্রের ভোটগ্রহণও চলছে।
গফরগাঁও উপজেলার স্থগিত হওয়া স্থানীয় সালটিয়া ইউনয়নের পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিগুয়ারী ইউনিয়নের পাতলাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটও শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে।
অপরদিকে, ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৮২৯। এখানে চেয়ারম্যান পদের জন্য চার প্রার্থী লড়ছেন। তারা হলেন- আওয়ামী লীগের সালিনা চৌধুরী সুষমা (নৌকা), জাতীয় পার্টির বারিকুল ইসলাম স্বপন তালুকদার (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মোঃ শামীম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান সিরাজ সাজু (আনারস)।