‘রামপাল আন্দোলনে বিএনপির কোনো সম্পর্ক নেই’
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৬, ১৯:১০
বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বন্ধের আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই জানিয়েছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল।
মঙ্গলবার (৩০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে ‘রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বিষয়ক সর্বশেষ পরিস্থিতি: নাগরিক সমাজের প্রতিক্রিয়া’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রামপাল বিরোধিতাকারীরা বিএনপির সঙ্গে যুক্ত এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই আমাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন তারাও আমাদের আন্দোলনের বিরোধিতা করেছিল।’
সুলতানা কামাল বলেন, ‘সুন্দরবন আমাদের সম্পদ। এই সম্পদ বিনষ্ট হতে দেওয়া যাবে না। এই বন রক্ষায় জাতি আজ এক হলেও সরকার তার স্বার্থ হাসিলের জন্য সুন্দরবনকে বিনষ্ট করতে চায়। কিন্তু রামপাল হলে আমাদের প্রকৃতির যেমন ক্ষতি হবে তেমনিভাবে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ডা. মো.আব্দুল মতিন, খুশি কবীর, অধ্যাপক এমএম আকাশ, সৈয়দা রিজিওনা হাসান, রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।