স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীবন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৬, ১৭:০৫
জাগরণীয়া ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে আসামীর উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোঃ এনামুল বারী এই রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্র জানায়, বিয়ের এক বছর দুই মাসের মাথায় ২০১২ সালের ৩০ আগষ্ট দুপুরে স্ত্রী নীমা খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে জাহাঙ্গীর আলম। এ ঘটনায় নিহত নীমার মা জোসনা বেগম বাদি হয়ে ওই দিনই সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।