ঘুমের ওষুধ খাইয়ে অন্য পুরুষদের দিয়ে ধর্ষণ করাতেন স্বামী
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:২৬
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর আভিগননের একটি আদালত স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষদের দিয়ে ধর্ষণ করানোর দায়ে ডোমিনিক পেলিকোত (৭২) নামের এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। প্রায় এক দশক ধরে চলা এই অমানবিক নির্যাতনের ঘটনায় আরও ৫০ জনকে ৩ থেকে ১৫ বছর মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে।
গিস লে পেলিকোত নামের ওই নারীকে তাঁর স্বামী ডোমিনিক ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করতেন এবং এরপর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ করা পুরুষদের দিয়ে তাঁকে ধর্ষণ করাতেন। এই ঘটনা ২০১১ সাল থেকে শুরু হয়ে প্রায় এক দশক ধরে চলে, যেখানে গিস লে পেলিকোত ৯২ বার ধর্ষণের শিকার হন এবং এতে ৭২ জন পুরুষ জড়িত ছিলেন।
বিচার চলাকালে গিস লে পেলিকোত সাহসিকতার সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন এবং বিচার প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেন, যাতে সমাজ এ ধরনের অপরাধ সম্পর্কে সচেতন হতে পারে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত নারীরা তাঁকে করতালি দিয়ে সাধুবাদ জানান।
এই মামলাটি ফ্রান্সের ইতিহাসে অন্যতম বৃহৎ ধর্ষণ মামলা হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশব্যাপী ধর্ষণ ও যৌন সহিংসতা সম্পর্কে প্রচলিত ধ্যান-ধারণায় পরিবর্তন আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।