১০টি মেডিকেল কলেজকে ১ কোটি টাকা করে জরিমানা
প্রকাশ : ২১ আগস্ট ২০১৬, ১২:০১
২০১৪-১৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ না করায় ১০টি বেসরকারি মেডিকেল কলেজকে এক কোটি টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
রবিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।
১০ মেডিকেল কলেজ হলো- শমরিতা মেডিকেল কলেজ, সিটি মেডিকেল কলেজ, নাইটিঙ্গেল মেডিকেল কলেজ, জয়নুল হক শিকদার মেডিকেল কলেজ, এ আর মেডিকেল কলেজ, ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ, তাইরুন নেছা মেডিকেল কলেজ, আইচ মেডিকেল কলেজ, কেয়ার মেডিকেল কলেজ ও আশিয়ান মেডিকেল কলেজ।
এর আগে গত ১০ আগস্ট এ ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েছিলেন আপিল বিভাগ। প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও অধ্যক্ষকের কাছ থেকে আজকের মধ্যে উপযুক্ত ব্যাখ্যা চেয়েছিলেন আদালত।