নাটোরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন যুবকের
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৬, ১৫:৪৯
নাটোরে ধর্ষণ মামলায় চন্দন কুমার (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (০৯ আগস্ট) দুপুরে জেলার বাগাতিপাড়া উপজেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আসামি বাবুলকে (৪০) খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত চন্দন কুমার বাগাতিপাড়া উপজেলার বিহারকোল গ্রামের সম্ভু রবিদাসের ছেলে ও খালাসপ্রাপ্ত বাবলু নড়াইলের মৃত শাকুরের ছেলে।
আদালত সূত্র জানায়, বাগাতিপাড়ার বিহারকোল গ্রামের চন্দন কুমার একই গ্রামের এক মেয়েকে মাঝে-মধ্যেই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১০ সালের ১৭ জুন রাতে ওই মেয়ের ঘরে প্রবেশ করে মেয়েটিকে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় ওই মেয়ে বাদী হয়ে একই বছরের ২৩ আগস্ট বাগাতিপাড়া থানায় চন্দন ও তার সহযোগী বাবলুকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দেয়। মঙ্গলবার বিচারক এ রায় দেন।