ঢাবি সিনেট অধিবেশনে বাধা নেই
প্রকাশ : ২৭ জুলাই ২০১৭, ১৮:৩৬
জাগরণীয়া ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।
২৬ জুলাই (বুধবার) চেম্বার জজ আদালতে শুনানির পর ৩০ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির নির্দেশ দেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আব্দুল মতিন খসরু, এ এফ এম মেজবাহ উদ্দিন। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
এর আগে গত ২৩ জুলাই (রবিবার) ঢাবির রেজিস্টার গ্র্যাজুয়েট ১৫ জন শিক্ষকের এক রিট আবেদন শুনানি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য ডাকা সিনেটের বিশেষ সভা স্থগিত করেছিলেন হাইকোর্ট।