মানিকগঞ্জে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ২০ জুন ২০১৬, ১২:১৭
জাগরণীয়া ডেস্ক
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ জুন) সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রহিমা বেগম (৫০) উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাঙ্গাবাড়ি এলাকার ছাবেত আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রহিমা বেগমের জমানো ২০ হাজার টাকা কয়েক দিন আগে হারিয়ে যায়। তারপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক দুঃশ্চিন্তা থেকে তিনি আত্মহত্যা করেছেন।
সাটুরিয়া থানার সেকেন্ট অফিসার উপ পরিদর্শক (এসআই) লুতফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।