সখীপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৬, ১৭:১৪
গাজীপুরের সখীপুর উপজেলায় বিয়ের যৌতুকের দাবি মিটাতে না পারায় শাশুড়িকে পিটিয়ে হত্যা করেছে মেয়ের জামাই ও তার পরিবারের লোকজন। নিহত শাশুড়ির নাম জহুরা বেগম এবং বাসাইল উপজেলার বাংড়া জোরবাড়ি গ্রামের মেহের আলীর স্ত্রী।
সখীপুর উপজেলার নলুয়া দক্ষিণপাড়া গ্রামে মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে এ হত্যার ঘটনা ঘটে।
জানা যায়, বাসাইল উপজেলার বাংড়া জোরবাড়ি গ্রামের মেহের আলীর মেয়ে মরিয়ম আক্তারের গত ৮ মাস আগে বিয়ে হয় সখীপুর উপজেলার নলুয়া দক্ষিণপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে হাসান সজীব রাজিবের সঙ্গে। কথা ছিল বিয়ের সময় তিন ভরি স্বর্ণ দেওয়ার। কিন্তু বিয়ের সময় দুই ভরি স্বর্ণ দেওয়া হয়। এরপর থেকেই বাকি এক ভরি স্বর্ণ দাবি করে স্বামীর পক্ষ। তারপর থেকে সিএনজি চালিত অটোরিক্সা ও বিদেশ যাওয়ার জন্য তিন দফায় দুই লাখ টাকা দাবি করে রাজিবসহ তার পরিবারের লোকজন। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় বিয়ের পরই মরিয়মকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বার বার মরিয়মকে নিয়ে স্বামীর বাড়ি যায় মেহের আলী। কিন্তু তাড়িয়ে দেওয়া হয় প্রতিবারই।
সর্বশেষ মঙ্গলবার বিকেলে মরিয়মের বাবা মেহের আলী ও মা জহুরা বেগম মেয়ে মরিয়ম আক্তারকে সঙ্গে নিয়ে জামাই রাজিবদের বাড়িতে যান। যৌতুকের টাকা না দেওয়ায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। পরে রাজিব ও তার পরিবারের লোকজন মেহের আলী ও তার স্ত্রী-মেয়ের ওপর চড়াও হয়। তাদের এলোপাতাড়ি পিটিয়ে শাশুড়ি জহুরা বেগমকে গুরুতর আহত করে। পরে তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।