সাভারে গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৬, ১৪:০০
জাগরণীয়া ডেস্ক
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে ওই এলাকার আলী আকবরের বাড়ি থেকে উদ্ধার করা হয় মরদেহ।
পুলিশ জানায়, সকালে নিজ ঘরে ওই গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান সাংবাদিকদের জানান, কীভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
0Shares