বগুড়ায় বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৬, ১৭:০৩
বগুড়ায় এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেছে স্থানীয় দিনমজুর রেজাউল করিম (৩৬)। বগুড়ার ধুনট উপজেলার নিত্তিপোতা গ্রামে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল ৮টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রেজাউল করিমের নামে ধুনট থানায় মামলা দায়ের করেন।
রেজাউল করিম ধুনট উপজেলার নিত্তিপোতা গ্রামের আলিম উদ্দিনের ছেলে। বাক প্রতিবন্ধী কিশোরী একই গ্রামের এক কাঠ মিস্ত্রির মেয়ে, তার মা বাসা-বাড়িতে খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে ওই কিশোরীকে সঙ্গে নিয়ে তার মা স্থানীয় নুর মোহাম্মাদ বেনুর বাড়িতে কাজে যান। দুপুর ১২টার দিকে জরুরি প্রয়োজনে মেয়েকে ওই বাড়িতে রেখেই নিজের বাড়িতে আসেন। ঘটনাক্রমে গৃহকর্তার বাড়ি ফাঁকা হয়ে গেলে দিনমজুর রেজাউল করিম ওই বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। গৃহকর্তী সুলতানা রাজিয়া বাড়িতে ফিরে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে রেজাউল করিম পালিয়ে যায়।
এ প্রসঙ্গে ধুনট থানার পুলিশ পরিদর্শক (ওসি/তদন্ত) ফারুকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ওই কিশোরীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পাশাপাশি আসামিকে গ্রেফতার করতেও পুলিশ অভিযান অব্যাহত রেখেছে, জানান ফারুকুল ইসলাম।