সাভারে ১০ বছরের শিশুকে গণধর্ষণ

প্রকাশ : ০২ নভেম্বর ২০১৬, ১১:৫৫

জাগরণীয়া ডেস্ক

ঢাকার পার্শ্ববতী এলাকা সভারে দশ বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

সাভারের আড়াপাড়া এলাকায় সোমবার (৩১ অক্টোবর) রাতে  এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাতে ওই শিশুটিকে একটি বাড়িতে নিয়ে গণধর্ষণ করে এলাকায় কয়েকজন বখাটে যুবক। পরে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এবিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আমজাদ হোসেন জানান, শিশুটির শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে।  আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত