মুজিবনগরে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশ : ০১ নভেম্বর ২০১৬, ১৬:১৬

জাগরণীয়া ডেস্ক

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সানোয়ারা খাতুন (৫০) নামে এক নারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সানোয়ারা খাতুন দারিয়াপুর গ্রামের মৃত মোতালেব হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (০১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার দারিয়াপুর গ্রামে নিজ কক্ষ থেকে  স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে। 

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে সানোয়ারা খাতুনের স্বামী মারা যান।একমাত্র ছেলে অন্যত্র বসবাস করেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত