বাল্যবিয়ে করানোয় ইউপি সদস্যের জরিমানা

প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ১৫:১৩

জাগরণীয়া ডেস্ক

লক্ষ্মীপুর সদরে ইউপি সদস্য ও কাজিসহ ৫ জনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কলেজছাত্রীকে (১৬) বাল্যবিয়ে দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়। 

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কাজি মাহবুব আলম, তার সহকারী শাহাব উদ্দিন, ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মাহবুব আলম ওরফে সেলিম মোল্লা, বর মামুন হোসেন ও তার বাবা মোশারফ হোসেন। 

এসময় ভুয়া জন্মসনদ তৈরি ও সরবরাহের দায়ে চন্দ্রগঞ্জ বাজারের পিসি প্লাস নামের একটি কম্পিউটারের দোকান সিলগালা করা হয়। 

বুধবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান এ আদালত পরিচালনা করেন।

গত ৮ সেপ্টেম্বর ওই ছাত্রীর বয়স ১৬ বছর ৬ মাস হলেও চন্দ্রগঞ্জের কাজি মাহবুব ভুয়া জন্ম নিবন্ধনের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি (নিবন্ধন) করেন। জরিমানাপ্রাপ্তদের যোগসাজসে এ বাল্যবিয়ে সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত