চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে এসিড হামলার শিকার!

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ০১:০১

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর চিড়িয়াখানার ভেতরে এসিড হামলার শিকার হয়েছেন এক গৃহবধূ। এসিডে তাঁর দুই হাত ও মুখের এক পাশ ঝলসে গেছে।  

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। 

ওই গৃহবধূর স্বামীর পরিচয়দানকারী এক যুবক সন্ধ্যায় তাঁকে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। 

ওই যুবক জানান, রাজধানীর রামপুরা এলাকায় থাকেন তাঁরা। স্ত্রীকে নিয়ে বিকেলে ঢাকা চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন তিনি। হঠাৎ করে কে বা কারা এসিড ছুড়ে মারে তাঁর স্ত্রীর ওপর। এরপর স্ত্রীকে নিয়ে হাসপাতালে চলে আসেন তিনি।

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের দায়িত্বরত চিকিৎসক ডা. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন,‘মেয়েটির দুই হাত ও মুখের এক পাশ ঝলসে গেছে। আমরা ব্যবস্থাপত্রে উল্লেখ করেছি, কেমিক্যাল বার্নে ৭ শতাংশ পুড়ে গেছে।’

ডা. সাখাওয়াত জানান, ওই মেয়ের স্বামীর পরিচয়দানকারী এক যুবক জানিয়েছেন, চিড়িয়াখানায় বেড়াতে গেলে কে বা কারা এসিড ছুড়ে মারে তাঁর স্ত্রীর ওপর।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত