মাদারীপুরে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৫

জাগরণীয়া ডেস্ক

মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম ঠাকুরবাড়ি এলাকায় নিতু মণ্ডল নামে নবম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়।

নিতু মণ্ডল ঠাকুরবাড়ি এলাকার নির্মল মণ্ডলের মেয়ে। সে নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। আটক যুবকের নাম মিলন মণ্ডল (২০)। তাঁর বাড়িও নবগ্রামে।

কালকিনি উপজেলার ডাশার থানার উপপরিদর্শক (এসআই) দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত