চট্টগ্রামে মাকে জবাই করে হত্যা করলো ছেলে!
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:১১
জাগরণীয়া ডেস্ক
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় মাকে জবাই করে হত্যা করেছে ছেলে। মাকে হত্যার পরেই ঘাতক ছেলে বটি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
ঐ ছেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মায়ের নাম-কুমকুম চৌধুরী (৫৫)। ঘাতক ছেলের নাম সুমির চৌধুরী (২২)। শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করে বন্দর থানা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম জানান, ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তার কারন এখনও নিশ্চিত হওয়া যায়নি।
0Shares