চকলেট চুরি করে খাওয়ায় শিশুকে নির্যাতন, চাচি আটক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৪
রাজধানীর মিরপুরের শাহ আলীবাগ এলাকায় চাচাতো ভাই-বোনের চকলেট চুরি করে খাওয়ায় চাচির হাতে নির্যাতিত হয়েছে নার্গিস (৯) নামে এক শিশু। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওসিসিতে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ তার চাচি লতিফা ইয়াসমিন লুনাকে আটক করেছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়। নার্গিসের বাড়ি গোপালগঞ্জে। তার বাবার নাম আব্দুস সামাদ। মায়ের নাম তামান্না।
ঢামেকে ভর্তি নির্যাতিতা শিশু নার্গিস জানায়, তার চাচাতো ভাই-বোনের জন্য আনা চকলেট সে চুরি করে খেলে চাচি তা দেখে ফেলে। এরপর তাকে রুটি বানানোর বেলুন দিয়ে পেটানোর পর ইস্ত্রি দিয়ে গায়ে ছ্যাঁকা দেয়।
মিরপুর থানার পুলিশের এসআই ইদ্রিস জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক আড়াইটার দিকে মিরপুর থানাধীন শাহ আলী বাগ এলাকায় নির্যাতনের শিকার নার্গিসকে উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চাচি লুনাকে আটক করা হয়।
এসআই আরও জানান, বছর খানেক আগে বাবা-মার মধ্যে ছাড়াছাড়ি হওয়ার পর শিশুটি মিরপুরে তার চাচার বাসায় থাকতো।